ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ঢাকায় বগুড়া প্রফেশনালস ক্লাবের নেটওয়ার্কিং ফেস্টিভাল ও বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠান সম্পূর্ণ

ঢাকায় বগুড়া প্রফেশনালস ক্লাবের নেটওয়ার্কিং ফেস্টিভাল ও বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠান সম্পূর্ণ

রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলের হলরুমে গত শুক্রবার অনুষ্ঠিত হলো বগুড়ার পেশাজীবীদের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন 'বগুড়া প্রফেশনালস ক্লাব (BPC) ' আয়োজিত 'BPC Networking Festival 2025'। সরকারি- বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন পেশার সদস্যদের অংশগ্রহণে জমজমাট এই উৎসবে এক প্রাণবন্ত মিলনমেলার আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রথম প্রকাশনা ‘মহাস্থান' ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। ‘মহাস্থান' বগুড়ার মাটি ও মানুষের মুখপত্র হিসেবে ক্লাবের সদস্যদের সৃজনশীলতা, চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে।

একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট www.bpcbd.com এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাবের কার্যক্রম, ইভেন্ট, সদস্য তথ্যসহ সকল আপডেট জানা যাবে। পাশাপাশি নতুন সদস্যরাও অনলাইনে নিবন্ধনের সুযোগ পাবেন।

ফেস্টিভালে, বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৮ গুণীজনকে প্রদান করা হয় ‘BPC Excellence Award 2025'। শিল্প, সংস্কৃতি, গবেষণা, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদান এই সম্মাননা প্রদানের মাধ্যমে উদযাপন করা হয়।

আরও পড়ুন

নেটওয়ার্কিং সেশনের সময় অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী বগুড়ার স্বাদের ব্যুফে ডিনার - যেখানে বিশেষভাবে পরিবেশিত হয় আলুঘাটি, দই ও লাচ্ছা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মুনজুরুল করিম। ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সেক্রেটারি মবিন মাসুদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেজারার অ্যাডভোকেট রিজভী আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখবে এলাচ

দিনাজপুরের কাহারোলে পুকুরপাড়ে লাউ চাষ

সকাল আহমেদ-এর ‘আবীরের বাড়ি ফেরায়’ তারা

মঙ্গলবার থেকে টানা বৃষ্টির আভাস

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেলেন রায়হান রাফী আলিমুজ্জামান

রেজিস্টার বিল্ডিং ঘেরাও করলেন ডাকসু নেতারা চাইলেন ডাকসুর টাকার হিসাব