ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

দিনাজপুরের কাহারোলে পুকুরপাড়ে লাউ চাষ

দিনাজপুরের কাহারোলে পুকুরপাড়ে লাউ চাষ। ছবি : দৈনিক করতোয়া

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সরকারের কৃষি বিভাগের আওতায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক মো: লুৎফর রহমান পুকুরপাড়ে পতিত জমিতে বস্তায় সবজি চাষ করেছেন। এতে লাভবান হয়েছেন ওই কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে, অল্প জমিতে ও স্বল্প ব্যয়ে কিভাবে কৃষকেরা আধুনিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি উৎপাদন করতে পারে তা বাস্তবায়নে তিনি পুকুর পাড়ে লাউ চাষ করে সফলতা এনেছে। জমি সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে এখন বিকল্প চাষ পদ্ধতির প্রয়োজনীয়তা বেড়ে চলছে এই উপজেলায়।

বস্তায় চাষ এমন এক প্রযুক্তি যা পুকুর পাড় বাড়ির আঙিনা কিংবা ছাদে সহজে চাষ করা যায় এসব সবজি। আধুনিক এই পদ্ধতিতে দো-আঁশ মাটি, পঁচা গোবর ও ছাই মিশিয়ে চারা রোপণ করা হয় এবং পুকুরের পানি দিয়েই সহজে সেচ দেওয়া যায়।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে এই পুকুর পাড়ের পতিত জমিতে বস্তায় লাউ চাষে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন ওই কৃষি কর্মকর্তা। কৃষক মো: লুৎফর রহমান বলেন, আগে ভাবতাম পুকুর পাড়ের জায়গা অকেজো। এখন দেখি ঐ জায়গায় সবজি চাষাবাদ করে মোটা অংকের আয় হচ্ছে। যা পরিবারের অর্থনৈতিক যোগান দিচ্ছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, বস্তায় চাষে খরচ কম, শ্রম ও তুলনামূলকভাবে কম লাগে। আগাছা ও রোগ, পোকার আক্রমণ কম হওয়ায় ফলন ভালো পাওয়া যায়। তিনি আরোও জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তায় সবজি চাষ প্রদর্শনী প্রমান করেছে উদ্ভাবনী চিন্তা, সচেতনতা ও সঠিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষির প্রতিটি কোণায় উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

কৃষি কর্মকর্তা আশা প্রকাশ করেছেন পুকুর পাড়ের পতিত জমিতে বস্তায় লাউ প্রদর্শনী কৃষকদের অনুপ্রাণিত করবে আগামীতে আরোও বৃহৎ আকারে এই পদ্ধতি সম্প্রসারিত হবে বলে আশা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা কথিত জ্বীনের বাদশা

উত্তরা ইপিজেডে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দির উচ্চ ফলনশীল কাঁচা মরিচ বাজারে: কমছে দাম

গাইবান্ধার সাঘাটায় বালু বোঝাই ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ

রংপুরের মিঠাপুকুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে