ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

‘ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে’ অভিযান, নিহত ৮

‘ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে’ অভিযান, নিহত ৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) ট্যাংক জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত হন। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, শুক্রবার কেপির ট্যাংক জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনী আট ‘ফিতনা আল-খাওয়ারিজ সন্ত্রাসীকে’ হত্যা করেছে। এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনী ওই এলাকায় আইবিও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়, ‘খাওয়ারিজদের’ অবস্থানগুলোতে কার্যকরভাবে আক্রমণ করে এবং তীব্র গুলি বিনিময়ের পর আটজন ‘ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজকে নরকে’ পাঠানো হয়।

নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আরও কোনো ‘সন্ত্রাসী বা বন্দুকধারী’ আছে কিনা তা খুঁজে বের নির্মূল করতে ওই এলাকায় একটি স্যানিটাইজেশন অভিযান চলছে বলেও জানায় আইএসপিআর।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তান, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে বহু পাক নিরাপত্তা কর্মী ও বেসামরিক মানুষ নিহত হন। ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত কেবল কেপিতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া রিপোর্টার সামিউল আলীম

ক্যাম্পাসে হয় মাদক সিন্ডিকেট থাকবে না হয় ডাকসু থাকবে — জিএস ফরহাদ

গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার: ড. আসিফ নজরুল

ফারিণ খানের ‘মেঘছায়া’

প্রকাশ পেলো রফিকুল আলমের কন্ঠে নতুন দুই গান

আবহাওয়ার পরিবর্তনে সুস্থ থাকতে প্রয়োজন লবঙ্গ চায়ের