১৯৭১ এ স্বাধীনতার স্বাদ আর ২০২৪ এ মুক্তির স্বাদ পেয়েছি : বগুড়ায় সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়া
স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়া বলেছেন আমরা ১৯৭১ এ স্বাধীনতার স্বাদ পেয়েছি আর ২০২৪ এ মুক্তির স্বাধ পেয়েছি। ৭১ এ দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতা ছিলো শিকল পড়া স্বাধীনতা। এখন এখন আমরা মুক্ত। আমাদের মুক্তি মিলেছে। আমরা এখন মানুষের মত বাঁচব।
তিনি বলেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের বিকল্প নাই। তিনি আজ শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কতৃক আর্থিক অনুদান, মৃত্যু জনিত ক্ষতিপূরণ, বকেয়া বেতন ও বীমা সুবিধান চেক বিতরণ এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এবং বগুড়া জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো গোলাম সরওয়ার ভূইয়া।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেজবাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত রিটু, শাহনাজ খাতুন, এড. লাকি, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়া আরও বলেন, বিগত ১৭ বছর কেন এই টাকা বিতরণ করা হয়নি তা আপনারা জানতে চাননি কেন?
আরও পড়ুনবছরের পর বছর টাকা ব্যাংকে রেখে ইন্টারেস্ট খেয়েছে। তারা দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। ব্যাংক লুট হয়েছে কিন্তু আতিয়ার রহমানে কোন শাস্তি হয়নি। তার শাস্তি হওয়া প্রয়োজন। তিনি বলেন এমন এক সময় যখন হা বললেই ধরে নেওয়া হতো হাসিনার বিরুদ্ধে কথা বলছে।
তিনি বলেন সেই সময় অবস্থা এমন ছিলো আমার ভোট আমি দিব তোমার ভোটও আমি দিব। দিনের ভোট রাতে হয়েছে। আমাদের সব কিছু চুরি করে নেওয়া হয়েছে। আমাদের সুখ স্বাধীনতাও চুরি করা হয়েছিলো।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০ জন সহ মোট ৩১ জনের হাতে বিভিন্ন অনুদানের চেক হস্তান্তর করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন






_medium_1761308702.jpg)



