ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠি

বগুড়ার সোনাতলায় দীর্ঘ দেড় বছর ধরে স্বাস্থ্যকর্মী অনুপস্থিত

বগুড়ার সোনাতলায় দীর্ঘ দেড় বছর ধরে স্বাস্থ্যকর্মী অনুপস্থিত। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলার একটি কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রফিকুল বারী দীর্ঘ প্রায় দেড় বছর ধরে তার কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এদিকে তিনি তার কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা তুলছেন নিয়মিতই।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ওই উপজেলার দীঘদাইড় ইউনিয়নের মূলবাড়ি কমিউনিটি ক্লিনিকের সেবাদানকারী সিএইচসিপি রফিকুল বারী ক্লিনিকে আসেন না। এমনকি প্রতিনিয়ত ওই ক্লিনিকটি বন্ধ থাকে। ফলে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা নিতে আসা শত শত মানুষকে ফিরে যেতে হচ্ছে।

মূলবাড়ি গ্রামের বিএনপি নেতা মাহফুজার রহমান মাফু বলেন, স্থানীয় লোকজন একাধিকবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইচও) ডা. শারমিন কবিরাজের দপ্তরে আবেদন করেও কোন ফল হয়নি। এমনকি দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেও ওই সিএইচসিপি রফিকুল বারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে স্থানীয় দিগদাইড় ইউনিয়ন পরিষদের সদস্য ্আমিনুল ইসলাম বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে ওই ক্লিনিকটি বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ সময় ক্লিনিকটি বন্ধ থাকলেও ওই ক্লিনিকের দায়িত্বে থাকা হেলথ কেয়ার প্রোভাইডার রফিকুল বারী নিয়মিত বেতন ভাতাদি উত্তোলন করে আসছেন।

আরও পড়ুন

এ বিষয়ে সিএইচসিপি রফিকুল বারীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক হাসিবুর রহমান হাসিব বলেন, মুলবাড়ি কমিউনিটি কেয়ার সিএইচসিপি রফিকুল বারী কর্মস্থলে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। আমি এ বিষয়ে লিখিতভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবগত করেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শারমিন কবিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি জানেন। তিনি আরও বলেন, আমি তাকে মৌখিক ও লিখিতভাবে কাজে যোগদান করতে বলেছি। এখন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় দীর্ঘ দেড় বছর ধরে স্বাস্থ্যকর্মী অনুপস্থিত

একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়: বুবলী

ঋতুপর্ণাদের ৩-০ গোলে উড়িয়ে দিল থাইল্যান্ড

ঢাবিতে পথশিশুদের মুখে হাসি ফুটালো ছাত্রদল নেতা রাজু

নওগাঁর রাণীনগরে চায়না জাল পুড়ে দিল ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরের নবাবগঞ্জে অগ্নিদগ্ধ আহত স্কুল শিক্ষকের মৃত্যু