বগুড়ার ধুনটে নাশকতার মামলায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা বিস্ফোরক আইনের পৃথক ২টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাদাই গ্রামের নাজেম উদ্দিন ওরফে নাসের আকন্দের ছেলে কালেরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৬৫) ও ধুনট পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম (৪০)।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল তিন টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন,বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ও জহুরুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন




_medium_1761308702.jpg)




