ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

করতোয়া স্পোর্টস: মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা । শুরুতে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দেখে শুনেই স্কোর বোর্ডে রান তুলতে থাকে। মিরপুর মাঠে ১০ বছর পর ওপেনিং এ শতরানের জুটি গড়লো এই দুই ব্যাটার। সর্বশেষ ২০১৫ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিরপুরে ওপেনিং এ ১৪৭ রানের জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।

আজ খানিকটা আগ্রাসী ভাবেই দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দুজনই তুলে নেন অর্ধশতক। ১৬তম ওভারেই দুজন স্কোর বোর্ডে যোগ করেন শতরান। এরপর ইনিংসের ২২ তম ওভারেই দুজন স্কোর বোর্ডে যোগ করেন ১৫০ রান। সবশেষে ইনিংসের ২৬তম ওভারে রস্টোন চেঞ্জের করা বলে তুলে মারতে ক্যাঁচ আউটের ফাঁদে পড়েন সাইফ হাসান। ব্যাক্তিগত ৮০ রানে ফেরেন সাইফ। ভাঙ্গে ১৫২ বলে ১৭৬ রানের দুর্দান্ত জুটি।

আরও পড়ুন

এরপর দেখেশুনে খেলতে থাকা সৌম্য সরকারও একই ভাবে আকিল হোসেনের করা বলে আউট হন। ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।  দলের হয়ে পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়াও হৃদয় এর ২৮, সোহানের ১৬ রান ও মিরাজের ১৭ রানে ভর করে ৫০ ওভারে ৮উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। ২৯৭ রানের টার্গেটে ব্যাট করবে সফরকারী উইন্ডিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

বুয়েটের শ্রীশান্তের জামিন নামঞ্জুর

১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

একটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

চীনের সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে জান্তা বাহিনী

বিসিবি’র কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল