ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

স্ট্যামফোর্ড ব্রিজে আয়াক্সকে বিধ্বস্ত করল চেলসি

স্ট্যামফোর্ড ব্রিজে আয়াক্সকে বিধ্বস্ত করল চেলসি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে যেন এক তারুণ্যের উৎসবই হলো-কিশোর ফুটবলারদের ঝলমলে পারফরম্যান্সে ডাচ জায়ান্ট আয়াক্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল চেলসি। ব্রাজিলিয়ান কিশোর এস্তেভাও আবারও প্রমাণ করলেন কেন তাকে ইউরোপের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণদের একজন ধরা হচ্ছে।

এই জয়ে এনজো মারেস্কার দল যেন অবশেষে ছন্দ খুঁজে পেয়েছে এমন মনে হলেও, আসলে আয়াক্সের ভয়াবহ পারফরম্যান্সই ম্যাচের চিত্র নির্ধারণ করে দেয়। ছয় বছর আগের সেই ৪-৪ থ্রিলারের কোনো ছায়াও ছিল না ডাচদের খেলায়। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে যে একাদশ খেলিয়েছিলেন চেলসি কোচ মারেসকা, সেই একাদশে ১০টি পরিবর্তন আনেন। তবুও, তাদের খেলায় সামান্যতম পরিবর্তনের চাপ পড়েনি। ম্যাচের ১৭ মিনিটেই আজাক্স ১০ জনের দলে পরিণত হয়। অধিনায়ক কেনেথ টেলর বিপজ্জনক ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন। এরপর বৃষ্টিতে ভিজে যাওয়া লন্ডনে শুরু হয় চেলসির গোলবন্যা।

লাল কার্ডের কয়েক সেকেন্ড পরেই ১৯ বছর বয়সী মার্ক গুইউ প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন। ২৭ মিনিটে মোইসেস কাইসেডোর শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায় দ্বিতীয় গোল হিসেবে। আয়াক্সের ভাউট ভেগহোর্স্ট পেনাল্টি থেকে ব্যবধান কমালেও সেটি টেকেনি বেশিক্ষণ। এনজো ফার্নান্দেজ নিজের ওপরে হওয়া ফাউলের পর পেনাল্টি থেকে গোল করে ৩-১ করেন। এরপর বিরতির আগে যোগ করা সময়ে ১৮ বছর বয়সী এস্তেভাও পেনাল্টি থেকে দারুণ শটে ইউরোপীয় সেরার আসর চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল করেন — যা ছিল তার তরুণ ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১৯ বছর বয়সী টাইরিক জর্জ চেলসির হয়ে পঞ্চম গোলটি করেন, তার শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায়। এর মাধ্যমে চেলসির তিন তরুণ (গুইউ, এস্তেভাও ও জর্জ) একই ম্যাচে গোলের দেখা পেলেন। মারেসকার দল সাম্প্রতিক শৃঙ্খলা সংকটের পর এবার নিজেদের অনেকটাই সংযতকরে খেলেছে। শেষ ছয় ম্যাচে পাঁচটি লাল কার্ড দেখেছিল চেলসি; কিন্তু এবার প্রতিপক্ষই ১০ জনে নেমে আসে ম্যাচের শুরুতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হারালেন অভিনেত্রী শাওন 

হাসিনার বিচার না হলে জুলাই শহিদদের ওপর অবিচার করা হবে : অ্যাটর্নি জেনারেল

মেয়ের জন্মদিনে ভিন্ন লুকে শাবনূর

নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি : মঈন খান

সৌদি আরব যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ