ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

বিসিবি’র কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

বিসিবি’র কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্যের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বিষয়টি আশরাফুল নিজেই নিশ্চিত করেছেন। 

বিসিবি থেকে প্রস্তাব পেলেও আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি অবশ্য আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি যদি দায়িত্ব নেন, তাহলে সেটি জাতীয় দল নাকি বিসিবি’র অন্য কোনো পর্যায়ে, সেটা এখনো নিশ্চিত নয়। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে (কোচ হিসেবে কাজ করার জন্য)। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’

রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও গ্লোবাল সুপার লিগে (জিএসএল) কোচিং করিয়েছেন আশরাফুল। সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। এবার বিসিবি’র অধীনে কাজ করতে মুখিয়ে আছেন সাবেক এই তারকা ব্যাটসম্যান। তবে জাতীয় দল নাকি অন্য কোনো পর্যায়ে কোচিং করাবেন সেটি এখনও নিশ্চিত করতে পারেননি আশরাফুল।

আরও পড়ুন

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। এজন্য দেশের ও দেশের বাইরের কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। যদিও অস্ট্রেলিয়ান একজনের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেকখানি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে লম্বা খেলা সাবেক ওই ক্রিকেটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে বিসিবিও ইতিবাচক। যদিও এখনো পুরোপুরি অনিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এরই মাঝে আশরাফুলের কোচ হওয়ার প্রস্তাবের বিষয়টি সামনে এলো। এখন দেখার বিষয়, তিনি জাতীয় দল নাকি বিসিবি’র অন্য কোনো পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি’র কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

‘পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন’, পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি

অবশেষে জয়ে ফিরলো লিভারপুল

পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন কার্নিশে ঝুলে থাকা গুলিবিদ্ধ সেই আমির

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত