ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

মাদক পাচারের অভিযোগ

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপথে মাদক চোরাচালানের অভিযোগে প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, বুধবারের এই হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি।মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় দুইজন নিহত হওয়ার একদিন পর এটি ঘটল।হেগসেথ আরো বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করতো।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে সাতটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের জলসীমায় এবারই প্রথম হামলা করলো যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘মাদক চোরাচালেরন বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, এরা কেবল মাদক ব্যবসায়ী নয়, এরা মাদক সন্ত্রাসী, যারা আমাদের শহরগুলোতে মৃত্যু এবং ধ্বংস ডেকে আনছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় নৌকায় বোমা হামলা চালানোর আইনি অধিকার তার আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হারালেন অভিনেত্রী শাওন 

হাসিনার বিচার না হলে জুলাই শহিদদের ওপর অবিচার করা হবে : অ্যাটর্নি জেনারেল

মেয়ের জন্মদিনে ভিন্ন লুকে শাবনূর

নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি : মঈন খান

সৌদি আরব যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ