নিউজ ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:২০ রাত
নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আগামী মাসে তিন দিনের সফরে ওয়াশিংটন যাবেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।
রিয়াদ থেকে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
ওয়াশিংটনে এই সফরকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুনমন্তব্য করুন