বগুড়ার সোনাতলায় বেদখল হচ্ছে হাট বাজারের সরকারি সম্পত্তি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় হাট-বাজারের সরকারি জায়গা দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি বেদখল হলেও যেন দেখার কেউ নেই। এতে করে ওই হাট-বাজারগুলোর জায়গা সংকুচিত হচ্ছে। ফলে হাটে-বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি চরমে উঠছে।
সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা গেছে, উপজেলার ভেলুরপাড়া, চরপাড়া, হাট করমজা, হুয়াকুয়া, পাকুল্লা, হরিখালী, তেকানী চুকাইনগর, বালুয়াহাট বাজারের সরকারি জায়গা দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। এক শ্রেণির স্বার্থান্বেষীমহল ভূমি অফিসের অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সকল হাট-বাজারের সরকারি জায়গা দখল করে দোকানপাট কিংবা ঘর-বাড়ি নির্মাণ করছে।
এতে করে ওই সকল হাটের সরকারি জায়গা দিন দিন কমে হাটের জায়গা সংকুচিত হচ্ছে। এতে করে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে উঠছে। এ বিষয়ে করমজা হাটের ইজারাদার ডা. নাহারুল আলম বলেন, এই হাটে কাগজপত্রমূলে সরকারি জায়গা রয়েছে ৬১ শতক। দিনের পর দিন এই হাটের জায়গা বেদখল হয়ে বর্তমানে ৩০-৩৫ শতক জায়গা রয়েছে। এক শ্রেণির স্বার্থান্বেষীমহল ভুয়া কাগজপত্র তৈরি করে হাটের মধ্যে বাসাবাড়ি কিংবা দোকানপাট নির্মাণ করে সরকারি সম্পত্তি বেদখল দিয়েছে।
পাকুল্লা এলাকার জিএম আলী হাসান নারুন বলেন, পাকুল্লা হাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৪৩ শতক, পাকুল্লা সমবায় সমিতির ১৮ শতক, সরকারি খাস সম্পত্তি ১৩ শতক জায়গার ওপর হাট বসলেও কালের বিবর্তনে সেই সরকারি সম্পত্তিগুলো বর্তমানে বেদখল হয়ে হাটের জায়গা সংকুচিত হয়েছে। এখনও এক শ্রেণির মুনাফালোভী প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি জায়গা বেদখল করে যাচ্ছে।
আরও পড়ুনবালুয়াহাট ও হরিখালী হাটের সরকারি জায়গার প্রায় এক চতুর্থাংশ ইতিমধ্যেই বেদখল হয়েছে। হাটের সরকারি জায়গায় বহুতল ভবনসহ অসংখ্য ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকান বসানো হয়েছে। এছাড়াও তেকানী চুকাইনগর, ভেলুরপাড়া, মধুপুর, আড়িয়ার ঘাট বাজারে সরকারি জায়গায় অনুরূপ অসংখ্য দোকানপাট ও স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বালুয়াহাট এলাকার নাছির উদ্দিন আনজু বলেন, এক শ্রেণির মুনাফালোভী প্রভাবশালী ব্যক্তিরা ওই সকল হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করে যুগের পর যুগ ভোগদখল করে আসছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, এ বিষয়ে কেউ অবগত করেননি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন