ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিমলা-পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের ভাটরা ইউনিয়নের থালতা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ইজিবাইক চালক আব্দুল করিম (৪০) শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চালক করিমের নিকটাত্নীয় বাদশা মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেলে করিম তার ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি নন্দীগ্রামের পন্ডিতপুকুর এলাকায় এক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ছবি দেখে আমি করিমকে চিনতে পারি। পরে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে শনাক্ত করি।

আরও পড়ুন

এ বিষয়ে আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

জয়পুরহাটের কালাইয়ে হাতের ঠেলায় নড়ে ইটের গাঁথুনি : প্রাচীর ভেঙে দিল জনতা

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে গেল বাড়ি নিঃস্ব কৃষক পরিবার

বগুড়ার সোনাতলায় বেদখল হচ্ছে হাট বাজারের সরকারি সম্পত্তি

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লাশ রেখে বাড়ির সবাই উধাও

বগুড়ার আদমদীঘিতে মানুষের মাথার চুল চুরির মামলায় গ্রেফতার এক