ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার সংঘর্ষ, আটক ৭

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার সংঘর্ষ, আটক ৭

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে হোসেনপুর ও মালশাপাড়া এলাকার দুইপক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনীর টহল দল।

স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে গত সোমবার রাতে পুনরায় উভয়পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ২ হাজার লোক এ সংঘর্ষে অংশ নেয়, যা আগের ঘটনার তুলনায় প্রায় দ্বিগুণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত ১১টার দিকে যৌথবাহিনীর টহলদল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে যৌথবাহিনীর দ্রুত ও কার্যকর উদ্যোগের ফলে বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন গতকাল বুধবার সকালে বলেন, গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনী সাতজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই এলাকার সংঘর্ষ, আটক ৭

যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

রেডিট কি কোনো ‘সমস্যাজনক’ প্ল্যাটফর্ম

জীবনসঙ্গী হিসেবে কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না?

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মসলার দাম ঊর্ধ্বমুখি, স্বস্তি ফিরেছে সবজিতে