আয়না দেখার দোয়া

একাধিক সাহাবির সূত্রে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে আয়না দেখার কিছু দোয়া বর্ণিত রয়েছে। এখানে আমরা ৪টি দোয়া উল্লেখ করছি:
১. আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) আয়না দেখার সময় এই দোয়া পড়তেন,
الحمدُ للَّهِ اللَّهمَّ كما أحسنتَ خَلْقي فأحسن خُلُقي
উচ্চারণ: আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা কামা আহসানতা খালক্বি ফাআহসিন খুলুক্বি।
অর্থ: সকল প্রশংসা আল্লাহর, হে আল্লাহ, আপনি যেমন আমার চেহারায় সৌন্দর্য দিয়েছেন, আমার চরিত্রেও সৌন্দর্য দান করুন।
(মুসনাদে আহমদ: ২৪৩৯২, বায়হাকি ফিদ-দাআওয়াতিল কাবির: ৫০৭৫)
২. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) যখন আয়না দেখতেন তখন তিনি বলতেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي حَسَّنَ خَلْقِي وَخُلُقِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي
অর্থ: সব প্রশংসা আল্লাহর যিনি আমার চেহারা ও আচরণে সৌন্দর্য দিয়েছেন এবং অন্যদের মধ্যে যেসব ত্রুটি দিয়েছেন তা থেকে আমাকে মুক্ত করেছেন। (মুসনাদে আবু ইয়ালা: ২৬১১)
৩. আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) যখন আয়নায় নিজের চেহারা দেখতেন, তখন তিনি বলতেন,
আরও পড়ুনالْحَمْدُ لِلَّهِ الَّذِي سَوَّى خَلْقِي فَعَدَلَهُ وصَوَّرَ صُورَةَ وَجْهِي فَحَسَّنَهَا وَجَعَلَنِي مِنَ الْمُسْلِمِينَ
উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি সাওয়া খালক্বি ফাআদালাহু ওয়া সাওয়ারা সুরাতা ওয়াজহি ফাহাসসানাহা ওয়া জাআলানি মিনাল মুসলিমিন।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে সুগঠন ও পূর্ণতা দিয়েছেন আমার মুখাবয়ব সুন্দরভাবে তৈরি করেছেন এবং আমাকে মুসলিম বানিয়েছেন। (তাবরানি ফিল আওসাত: ৭৮৭)
৪. আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রাসুল (সা.) আয়নায় তাকিয়ে বলতেন,
الْحَمْدُ لِلَّهِ أَكْمَلَ خَلْقِي وَحَسَّنَ صُورَتِي وَزَانَ مِنِّي مَا شَانَ مِنْ غَيْرِي
উচ্চারণ: আলহামদুলিল্লাহ, আকমালা খালক্বি ওয়া হাস্সানা সুওরাতি ওয়া যানা মিন্নি মা শানা মিন গাইরি।
অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার অঙ্গ-সৌষ্ঠবের পূর্ণতা দিয়েছেন, আমার অবয়ব সুন্দর করেছেন এবং অন্যদের মধ্যে যেসব ত্রুটি দিয়েছেন তা থেকে আমাকে মুক্ত করেছেন। (জাওয়ায়েদুজ জুহদ: ১১৭৪)
এই দোয়াগুলোর যে কোনো একটি আমরা আয়না দেখার সময় পড়তে পারি।
মন্তব্য করুন