মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে আলোচনায় বসেন তারা।
নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, ইসরায়েল ও মিসরের মধ্যে সম্পর্কন্নোয়ন এবং আঞ্চলিক বিষয়াবলী নিয়ে এ দুজনের আলোচনা হয়েছে।
দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিটি ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় ইসরায়েলের গেলেন মিসরের গোয়েন্দা প্রধান। এছাড়া একইদিনে ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তারও আগে ইসরায়েলে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জের্ড ক্রুসনার।
যুদ্ধবিরতি ভেঙে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে ওইদিনই ৪৫ দিনের মৃত্যু হয়। অপরদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও দখলদাররা আরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। রোববার সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
শান্তি পরিকল্পনার প্রথম ধাপের ভিত্তিতে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি যেন ভেস্তে না যায় সেটি নিশ্চিত করার লক্ষ্যে জেডি ভ্যান্স, উইটকফ ও কুশনার ইসরায়েল সফরে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল
মন্তব্য করুন