ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা, বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা

ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা, বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। সোমবারের (২০ অক্টোবর) এ হামলায় চেরনিহিভ প্রদেশের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। চেরনিহিভ অঞ্চলের স্থানীয় বিদ্যুৎ কোম্পানি চেরনিহিভবলেনের্গো এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ হামলায় একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। সেটি চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র কিনা তা জানানো হয়নি। তবে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশের প্রধান শহরটিসহ বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। কিয়েভ অঞ্চলের স্লাভুতিচ শহরের মেয়র ইউরি ফোমিচেভ টেলিগ্রামে জানান, হামলার পর শহরের একটি অংশে বিদ্যুৎ চলে যায়। চেরনোবিল কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়লেও পানির সরবরাহ ব্যবস্থা জরুরি বিদ্যুৎ সংযোগে চালু রাখা হয়েছে। বিদ্যুৎ পুনঃসংযোগে জরুরি দল কাজ করছে বলে জানান তিনি।

রয়টার্স স্বাধীনভাবে এই হামলার ঘটনা যাচাই করতে পারেনি। তাছাড়া রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। গত কয়েক সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অপরদিকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত শনিবার রাতে রাশিয়ার সামারা এলাকায় একটি তেল শোধনাগার এবং ওরেনবার্গ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।  খবর : রয়টার্স। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তায়াম্মুম করার নিয়ম

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিলো দুই যুবক, ফুটেজ ভাইরাল

স্কুইড গেমের অভিনেতার সঙ্গে শাহরুখ খান

চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপাদানসহ গ্রেফতার ১

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল