চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপাদানসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ লিটার চোলাই মদ ও ১২০ লিটার মদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ সহ রঞ্জিত কুমার বিশ্বজিত(৩৯) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। সে ঝিলিম ইউনিয়নের আমনুরা কর্মকারপাড়া গ্রামের সুনীল কর্মকারের ছেলে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টায় কর্মকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে রঞ্জিতকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনআজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন