পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে স্ত্রী বিউটিকে হত্যার দায়ে স্বামী মো. ফিরোজ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের কারাদণ্ডাদেশ দেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সঙ্গে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিকের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। এ দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামী ফিরোজ আলম তার স্ত্রী বিউটিকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। পরে হত্যার দায় থেকে নিজে বাঁচতে জমিজমা নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ। হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মো. ইউনুস মল্লিক বাদী হয়ে ফিরোজের নামে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ফিরোজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত করে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। সাক্ষ্য প্রমাণে তিনি দোষী হলে আদালত আজ ওই রায় দেন।
আরও পড়ুনমামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
মন্তব্য করুন