এক পেসার নিয়ে মিরপুরে টসে জিতে ব্যাংটিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর আজ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। টস জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ, ‘তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ।’অর্থাৎ, আজ দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুনএদিকে দ্বিতীয় ওয়ানডের আগে দলের স্পিন বিভাগে শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে অর্ন্তভুক্ত করা হয়েছে ওয়ানডে দলে।
মন্তব্য করুন