শাহজালালে স্বল্প পরিসরে পণ্য খালাস শুরু

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে পণ্য নিতে অপেক্ষায় থাকা আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টরা বলেন, খালাস পণ্যের তালিকা দেখে সকাল থেকে অপেক্ষা করছি। যদিও দুপুর পর্যন্ত পণ্য বের করা হয়নি। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লোকজনের ভিড় বাড়তে দেখা গেছে। তারা অভিযোগ করে বলেন, বিমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ভেতরে ঢুকতে না দেয়ায় দীর্ঘসূত্রিতা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
গেটে অবস্থানরত আনসার ও ঢাকা কাস্টমস কর্মকর্তারা জানান, খালাস প্রক্রিয়া পুনরায় চালু হলেও গতি ফিরতে কিছুটা সময় লাগবে।এর আগে গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করেন। সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় পায়ার সার্ভিস। এ ঘটনায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনএ আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মন্তব্য করুন