ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ১

ছবি : সংগৃহীত,কুড়িগ্রামে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন একজন। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন তিনি। এসময় প্রবল স্রোতে তিনি ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানান। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। 

আরও পড়ুন

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বেড়েছে। স্রোতের সাথে গাছের গুঁড়ি ভেসে আসছে। এগুলো স্থানীয় বাসিন্দারা সংগ্রহ করছেন। তবে এগুলো সংগ্রহ করতে সতর্কতা অবলম্বন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো আমার মা অপেক্ষা করে,কবে তার কোলে ফিরে যাবো : চঞ্চল চৌধুরী

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে ৫ বছরের কারাদণ্ড

নাটোরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার