ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সাথে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, সনাতনীদের কালীপূজা উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আগামী বুধবার পর্যন্ত (তিন দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৩ অক্টোবর থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারতের চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি সবধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে। পূজা শেষে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের মতো স্বাভাবিক হবে।

আরও পড়ুন

একই তথ্য নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা কালীপূজা উপলক্ষে ৩ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান আছে।

এ প্রসঙ্গে বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর