মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে রাষ্ট্রায়ত্ত মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
আজ রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মিলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। পরে তারা মিলের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম জুবায়েরের কাছে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবসরের দীর্ঘ সময় পার হলেও মিল কর্তৃপক্ষ তাদের প্রাপ্য বকেয়া অর্থ পরিশোধ করছে না। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন
মন্তব্য করুন