বগুড়ার দুপচাঁচিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা সম্মিলিত প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপি-এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে স্কুল মাঠে অধ্যক্ষ রাজু আহম্মেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ রায়ের সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাবেক শিক্ষক আয়াদ আলী প্রমুখ।
আরও পড়ুনপরে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন