সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে : বগুড়ার বাগবাড়িতে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সেবক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণের আহবান জানিয়েছেন। তিনি বলেন, দলের প্রতিটি কর্মী ও নেতাকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে শপথ নিতে হবে।
সাধারণ মানুষের কাছে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। এভাবেই নিজেদের মধ্যে রূপান্তর ঘটিয়ে সাধারণ মানুষের কাছে তাদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প শেষে সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাবতলী উপজেলার বাগবাড়ি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
আরও পড়ুনজিয়াউর রহমান ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ড্যাব, বগুড়া জেলা শাখার সভাপতি ডা. শাহ্ মোহাম্মদ শাহজাহান আলী ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে উন্নয়নের জন্য দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে বলেন, যদি ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। যার মাধ্যমে বাংলাদেশ একটি সুখী এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।
বাগবাড়ি শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে চিকিৎসা ক্যাম্পে দেড় শতাধিক চিকিৎসক রোগী দেখেন। সাধারণ রোগীদের পাশাপাশি হৃদ রোগ, ডায়াবেটিস, কিডনীসহ নানা জটিল রোগীদেরও চিকিৎসাপত্র এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ওই ক্যাম্পের মাধ্যমে প্রায় ৭ হাজার রোগীকে সেবা দেওয়া সম্ভব হয়েছে।
মন্তব্য করুন