বগুড়ায় পীস স্কুল ও কলেজের প্যারেন্টিং কনফারেন্স

পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার উদ্যোগ্যে করতোয়া কনভেশন সেন্টারে প্যারেন্টিং কনফারেন্স এর আয়োজন করা হয়। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (সাবেক) প্রফেসর এম রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফাহমিদা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পীস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ, সদস্য সচিব আলমগীর মোহাম্মদ ইউসুফ, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মাদ আজিজুল হাকীম বাপ্পা।
আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এড. জহুরুল ইসলাম, উপদেষ্টা প্রভাষক মো. ফজলুল হক, ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম, ডিরেক্টর কে এম আতিকুর রহমান, মিজানুর রহমান রায়হান, দেলাওয়ার হোসেন সাঈদী, আবু রায়হান উজ্জল ও শাহাদাত হোসেন।
আরও পড়ুনএছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিক আশিকুর রহমান, গাজী আনাছ,মেহেদি হাসান, সুদীপ্তা তামান্না, শারমিন আক্তার, নুর ফাতেমা। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন