ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা চেঙ্গা গ্রামে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর (১৪) বাবা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আব্দুল হাকিম (৪০) এবং জনি (২০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা সদরের চেঙ্গা গ্রামের স্কুলছাত্রীর বাবা-মা দুজনেই বগুড়ায় একটি কোম্পানিতে চাকরি করেন। ঘটনার দিন গত ১১ অক্টোবর শনিবার প্রতিদিনের মতো তার বাবা-মা কর্মস্থলে চলে যান।

এসময় স্কুলছাত্রী বাসায় অবস্থান একা করে। সেই সুযোগে দুপুরে একই গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম, মামুনের ছেলে জনি (২০) সহ আরও একজন ওই বাড়িতে যায়। এসময় জনি ও অপরজন বাড়ির ভিতর প্রবেশ করে, স্কুলছাত্রীর সাথে কথা বলার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই শিকদার

ভিক্ষা চাইতে প্রবাসীর বাড়িতে ঢুকলেন ৭ নারী, প্রবাসীর স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার লুট

ছোট লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারাল বাংলাদেশ

বগুড়া দইঘরের স্বত্বাধিকারী আহসানূল কবীরের ইন্তেকাল

আইন পাস করে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল