ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ভিক্ষা চাইতে প্রবাসীর বাড়িতে ঢুকলেন ৭ নারী, প্রবাসীর স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার লুট

ভিক্ষা চাইতে প্রবাসীর বাড়িতে ঢুকলেন ৭ নারী, প্রবাসীর স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার লুট

কক্সবাজারে এক প্রবাসীর বাড়িতে ভিক্ষা চাইতে যান সাত নারী। তখন তাদের কেউ পানি খেতে আবার কেউ শৌচাগার ব্যবহারের অনুমতি চান। এভাবে কথা বলার এক ফাঁকে কৌশলে প্রবাসীর স্ত্রী শারমিন জান্নাতকে অচেতন করে চক্রটি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পেকুয়া উপজেলার সাবেকগুলদি এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় হওয়া মামলায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া আটজনের মধ্যে সাতজন নারী। তারা হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুরের রেনু বেগম (৬০), তার মেয়ে মুক্তা বেগম (৩৮), শ্রীকালিয়া গ্রামের রৌশন আরা বেগম (৬০), ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামের গোলাপী বেগম (৫৮), তার স্ত্রী রুবি বেগম (৩৭), একই এলাকার কাকলী বেগম (২৫) ও কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার মনিপুর গ্রামের শেফালী বেগম (৪৫)। আরেকজন হলের একই জেলার মতলব দক্ষিণ থানার নায়েরগাঁও গ্রামের সেলিম উদ্দিন (৪০)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, রেনু বেগমের নেতৃত্বে আটজনের চক্রটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বাসা ভাড়া নিয়ে থাকেন। সেখানে থেকে তারা সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। নারীপ্রধান পরিবার বা স্বামী প্রবাসে থাকেন, এমন তথ্য নিশ্চিত হলে কৌশলে পানি খেতে চেয়ে বা শৌচাগার ব্যবহারের অনুমতি চেয়ে বাসায় ঢোকেন। বাসায় কেউ না থাকলে গৃহবধূকে অজ্ঞান করে তার পরনে থাকা স্বর্ণালংকার লুট করেন।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ভিক্ষার আড়ালে কৌশলে চুরি করে এই চক্রটি। চক্রের সদস্যরা নারী হওয়ায় সহজে যেকোনো বাসায় তারা ঢুকে যেতে পারেন। আর সুযোগ বুঝে অজ্ঞান করে সোনা, নগদ টাকা ও অন্যান্য দামি জিনিসপত্র লুট করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষা চাইতে প্রবাসীর বাড়িতে ঢুকলেন ৭ নারী, প্রবাসীর স্ত্রীকে অচেতন করে স্বর্ণালংকার লুট

ছোট লক্ষ্য দিয়েও ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারাল বাংলাদেশ

বগুড়া দইঘরের স্বত্বাধিকারী আহসানূল কবীরের ইন্তেকাল

আইন পাস করে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল

শেরপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ

নোবেল পুরস্কার বিজয়ী চীনা পদার্থবিজ্ঞানী চেন নিং ইয়াং মারা গেছেন