ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
_original_1760797017.jpg)
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।
গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার এলংজুরী ইউনিয়নের তীরবর্তী ধনু নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ জেলের নাম শ্রীকৃষ্ণ দাস (৫০)। তিনি উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে এবং ১ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের ধনু নদীতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যান শ্রীকৃঞ্চ। এ সময় নদীতে আরও কয়েকজন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ অন্য জেলেরা দেখেন নৌকায় জাল, মোবাইল পড়ে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ দাস নেই। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নামে। পরে উদ্ধার অভিযান শুরু করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ইটনা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে দুপুরে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে এখনও নিখোঁজের কোনো সন্ধান মেলেনি।
মন্তব্য করুন