রংপুরে ডোবা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় রাস্তার পাশে ডোবা থেকে অজ্ঞাত নারীর (৫৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট কালিকাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, দুপুর ১২টায় উপজেলার কালিকাপুর এলাকায় ভায়ারহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার ধারে ডোবার পানিতে পা ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি। পরে গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এসময় সাথে থাকা প্লাস্টিকের ব্যাগে কিছু চাল ও সবজি পাওয়া যায়।
খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌছে পরিচয় শনাক্তের চেষ্টা করে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনকাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, পরিচয় সন্ধানের পাশাপাশি মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে হত্যাকান্ড হতে পারে এমন সন্দেহে গ্রাম পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
মন্তব্য করুন