ভারতে পালানোর সময় বরগুনা ও বরিশালের ২ আ’ লীগ নেতা দিনাজপুরে আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় পথ ভুল করে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭)। পুলিশ তাদের আটক করে আজ শুক্রবার (১৭ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও হাফিজুর রহমান ইকবাল (৫৭) বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে অটোরিকশাযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারা পথ ভুলে ভেলারপাড় ব্রিজ এলাকায় গিয়ে লোকজনকে সীমান্তের পথ জিজ্ঞেস করলে স্থানীয়রা সন্দেহবশত তাদেরকে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়।
মাহমুদুল আজাদ রিপন (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চর কলোনী এলাকার আজহার আলীর ছেলে। হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।
আরও পড়ুনবিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক দু’জনের নামে তাদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে। বিরামপুর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার (১৭ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন