নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৫, ০৯:১৫ রাত
তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ চান পরেশ রাওয়াল!

তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ চান পরেশ রাওয়াল!
ফের বিতর্কের কেন্দ্রে বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। আসন্ন সিনেমা ‘দ্য তাজ স্টোরি’-এর ট্রেলারে তাকে বলতে শোনা যায় তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ করার কথা; সঙ্গে এই সংলাপ ঘিরে নতুন করে আলোচনায় মুঘল স্থাপত্যের ইতিহাস।
দীর্ঘদিন ধরেই ভারতে তাজমহলকে ঘিরে চলেছে নানা তত্ত্ব ও বিতর্ক। হিন্দুত্ববাদী একটি অংশের দাবি, এই ঐতিহাসিক স্থাপনাটি আসলে প্রাচীন এক হিন্দু মন্দির ‘তেজো মহালয়া’, যা পরে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে রূপান্তর করেন। যদিও ইতিহাসে তাজমহলকে ভালোবাসার প্রতীক ও মুঘল স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবেই বিবেচনা করা হয়।
সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। পোস্টারে দেখা যায়, তাজমহলের গম্বুজের নিচ থেকে উঠে আসছে শিবের মূর্তি, যা অনেকের কাছে হিন্দুত্ববাদী প্রচারণা বলে মনে হয়েছে। এবার ট্রেলারে দেখা যায়, পরেশ রাওয়ালের চরিত্র তাজমহলের ইতিহাস যাচাই করতে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং তিনি ‘তাজমহলের ডিএনএ টেস্ট’ করতে চান বলে আদালতে জানান।
অমরীশ গোয়েল পরিচালিত এই কোর্টরুম ড্রামায় পরেশ রাওয়াল অভিনয় করেছেন ট্যুর গাইড বিষ্ণু দাস চরিত্রে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা জাকির হুসেইন, আইনজীবীর ভূমিকায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অম্রুতা খানবিলকর, স্নেহা ওয়াঘ ও নমিত দাস।
‘দ্য তাজ স্টোরি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর। ট্রেলার প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
মন্তব্য করুন