ফিরে গেলেন তমালিকা দিয়ে গেলেন ভালোবাসা
_original_1760629459.jpg)
অভি মঈনুদ্দীন ঃ দুর্গা পূজা বাবা মায়ের সঙ্গে উদযাপন করতেই সুদূর আমেরিকা থেকে কাউকে না জানিয়ে দেশে এসেছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্ম্মকার। মূলত তমালিকার বাবা কিছুটা অসুস্থ বিধায় বাবাকে দেখতে এবং সেইসাথে পরিবারের সবার সঙ্গে কিছুটা সময় একান্তে কাটাতে দেশে এসেছিলেন তিনি। খুব অল্প সময়ের জন্যই তিনি দেশে এসেছিলেন।
এরইমধ্যে তিনি আমেরিকাতে ফিরেও গিয়েছেন। কিন্তু ফিরে যাবার আগে তিনি এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা মন্দিরা চক্রবর্ত্তীও সঙ্গে দেখা করে গেছেন। আমেরিকাতে যখন মন্দিরা গিয়েছিলেন তখন তমালিকার সঙ্গে দারুণ সখ্য হয় মন্দিরার। তমালিকার কথা বার্তা আচরণে ভীষণ মুগ্ধ হন মন্দিরা। এরপর থেকেই মূলত একে অন্যের সঙ্গে নিয়মিত যোগাযোগটা রাখেন। তমালিকা দেশে আসার আগেই মন্দিরার সঙ্গে দেশে আসার বিষয়টি শেয়ার করেন এবং একদিন মন্দিরার বাসায় চুটিয়ে আড্ডা দিবেন বলেও কথা দেন। এরইমধ্যে তমালিকা কর্ম্মকার পরিবারের সঙ্গে ব্যস্ত সময় থেকে সময় ম্যানেজ করে রাজধানীর গুলশানে মন্দিরার বাসায় গিয়েছিলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দু’জন গল্প আড্ডায় মেতে উঠেছিলেন।
তমালিকা কর্ম্মকার বলেন,‘ মন্দিরাকে প্রথম দেখাতেই আমার ভীষণ ভালোলেগেছিলো। কী মিষ্টি তার হাসি, কী চমৎকার তার ব্যবহার। কাজল রেখা এবং নীল চক্রতে অভিনয় করেছে চমৎকার। যদিও সে আমার জুনিয়র কিন্তু তারপরও সবমিলিয়ে তার পার্সোনালিটি আমাকে মুগ্ধ করেছে। আমাদের দু’জনের মধ্যে এখন দারুণ সখ্য। নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। ঢাকায় গিয়ে তার সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ তার মায়ের আন্তরিকতায় আমি ভীষণ ভীষণ মুগ্ধ হয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন মন্দিরা ও তার পরিবারের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন।’
আরও পড়ুনমন্দিরা চক্রবর্ত্তী বলেন,‘ দিদিও অভিনীত বেশকিছু নাটক আমি দেখেছি। তবে বিশেষকরে সালমান শাহ’র সঙ্গে এই ঘর এই সংসার সিনেমাটিতো দেখাই হয়েছে। কী যে দুর্দান্ত অভিনয় করেন তিনি। তার অভিনীত চরিত্র যেন ভীষণ প্রাণবন্ত হয়ে উঠে। আমি তার ভক্ত-এটা ভীষণ সত্যি। তিনি আমাকে স্নেহ করেন এটা আমার সৌভাগ্য। তিনি ঢাকায় এসে আমাদের বাসায় এসেছিলেন, সময় দিয়েছেন এটা সত্যিই অনেক বড় পাওয়া। দিদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো। তিনি সুস্থ থাকুন ভালো থাকুন আমিও ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তবে আমি চাই তিনি আবারো অভিনয়ে নিয়মিত হোক, সেটা আমেরিকাতেও হয়তো চাইলে সম্ভব।’
মন্তব্য করুন