ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন ট্রাম্পের

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনা করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরে স্থল অভিযান চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। খবর আল জাজিরার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌযানে একাধিক মারাত্মক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, এ কারণে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেজন্য তার প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে স্থল অভিযান চালানোর কথা বিবেচনা করছে।সিআইএকে কেন ভেনেজুয়েলায় পাঠানোর অনুমতি দেয়া হয়েছে, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, প্রথম কারণ হচ্ছে, ভেনেজুয়েলা তাদের কারাগার খালি করে কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে।

আর দ্বিতীয় কারণ সম্পর্কে ট্রাম্প মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকার কথা তুলে ধরেন। এরপর তিনি ইঙ্গিত দেন যে মাদক প্রবেশ বন্ধে যুক্তরাষ্ট্র বিদেশের মাটিতে পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ‘ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক যুক্তরাষ্ট্রে আসছে। ওই দেশ থেকে অনেক মাদক সমুদ্রপথে আসে। তবে আমরা স্থলপথেও তাদের থামাতে যাচ্ছি।’

আরও পড়ুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই বৈরি মনোভাব নতুন নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার সময় থেকেই একই অবস্থানে রয়েছেন তিনি।

এরইমধ্যে উভয় নেতাই সম্ভাব্য শক্তি প্রদর্শনের জন্য ক্যারিবিয়ান সাগরে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন ট্রাম্পের

এবারের ফলাফলে জিপিএ-৫ কমলো অর্ধেকেরও নিচে

পাসের হারে অবনতি, কমেছে প্রায় ১৯ শতাংশ

২০২ শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ ফেল

আজ শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৫৮.৮৩