ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপে ইংল্যান্ড

ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপে ইংল্যান্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লাতভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপ মহাদেশ থেকে প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই বিশাল জয়ের ফলে টানা আট বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো ইংলিশরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘কে’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় থমাস টুখেলের শিষ্যরা। গোটা ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা লাতভিয়ার রক্ষণকে ছিন্নভিন্ন করে দেয়। ম্যাচের ২৬তম মিনিটেই জন স্টোনসের বাড়ানো বল ধরে লাতভিয়ার জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তরুণ অ্যান্থোনি গর্ডন। এরপর দলের ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন অধিনায়ক হ্যারি কেইন। ৪৪তম মিনিটে এবং প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে কেইন একাই স্কোরলাইন ৩-০ করে দেন।

বিরতির পরও চিত্র বদলায়নি। ৫৮তম মিনিটে লাতভিয়ার ডিফেন্ডার ম্যাকসিমস টনিসেভস ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দিলে ইংল্যান্ডের জয় আরও সহজ হয়। ম্যাচের ৮৬তম মিনিটে লাতভিয়ার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি নামা এবেরেচি ইজে।

আরও পড়ুন

টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’-এর শীর্ষে থেকে ইংল্যান্ড সবার আগে ইউরোপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। একই দিনে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ ছিল পর্তুগালের সামনেও। কিন্তু যোগ করা সময়ে হাঙ্গেরির বিপক্ষে গোল হজম করে ২-২ গোলে ড্র করায় আপাতত তাদের অপেক্ষা বাড়ল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপে ইংল্যান্ড

গাজায় গণহত্যার মূল অভিনেতাদের অবশ্যই জবাব দিতে হবে : স্পেন

নতুন দুই রেকর্ড গড়েও পর্তুগালকে জেতাতে পারলেন না রোনালদো

আরও চার জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস

দিন শেষে একটু হতাশা রয়েই গেলো : হামজা

ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের