রংপুরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এনসিপির আখতার হোসেন

রংপুর জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছা-৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।
এদিন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজারসহ পাড়া-মহল্লায় উঠান বৈঠক করেন আখতার হোসেন। গণসংযোগকালে তৃণমূলের সকল শ্রেণিপেশার মানুষের সাথে কুশলবিনিময় করেন তিনি।
এসময় আখতার হোসেন বলেন, রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো। সেই বঞ্চনার হাত থেকে রক্ষা পায়নি কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ। যে উন্নয়নের কথা শুনে এসেছি গত ১৬ বছরে। সেই কাঙ্খিত উন্নয়ন হয়নি এখানে। আগামী নির্বাচনে কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে, নতুন দল এনসিপি ও প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আরও পড়ুনতিনি আরও বলেন, আমি যদি সংসদে যাইতে পারি এবং কথা বলতে পারি অবশ্যই কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাইয়ে আনন্দ করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তি জীবনে আমার কোন চাওয়া পাওয়া নাই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া পাওয়া। সেই লক্ষ নিয়েই কাজ করছি।
ভোটারদের সাড়া প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সবাই মুখিয়ে আছেন, নির্বাচনের তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার অপেক্ষায়। গণসংযোগে বেশ সাড়া মিলছে। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে। এসময় তার সাথে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীরা ছিলেন। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপি ছাড়াও বিএনপি ও জামায়াতের প্রার্থীরা সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন