চ্যানেলে চ্যানেলেই গানে গানে ব্যস্ততা তিন্নির
_original_1760369385.jpg)
অভি মঈনুদ্দীন ঃ কানিজ খাদিজা তিন্নি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। তার নিজ জেলা নারায়ণগঞ্জে একজন গায়িকা হিসেবে সেখানকার স্টেজ শোগুলোতে যেমন তার বেশ চাহিদা রয়েছে। পাশের জেলা ঢাকাতেও বিভিন্ন শোতে তার বেশ চাহিদা রয়েছে। এর বাইরে তিন্নি মাঝে মাঝে ঢাকা, নারায়ণগঞ্জের বাইরেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন।
এরইমধ্যে তিন্নি চ্যানেলে চ্যানেলে বেশ ব্যস্ত সময় পার করেছেন। এরইমধ্যে গেলো ৩ অক্টোবর তিন্নি দেশ টিভির ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন।
আবার গেলো ৬ অক্টোবর চ্যানেল আইতে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। এরইমধ্যে তিন্নি তার ফেসবুক আইডিতে চ্যানেলে আইতেও বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ‘আলোর মিছিল’ সিনেমাতে নায়িকা ববিতার লিপে যাওয়া ‘এই পৃথিবীর পরে কতো ফুল ফুটে আর ঝরে’ গানটি নিজের গাওয়ার কিছুটা অংশ শেয়ার করেছেন। গানটি শেয়ার করার পর তার মিষ্টি কণ্ঠ ও গায়কীর বেশ প্রশংসাও করছেন সবাই। একজন শিল্পী যখন কোনো গান ফেসবুকে শেয়ার করেন এবং সেই গানের জন্য যখন সবাই অনুপ্রেরণা দেন তখন শিল্পী আগামীতে গান গাইবার ক্ষেত্রে আরো অনেক বেশি সচেতন হয়ে যান। তবে এটাও সত্য যে সরাসরি গানের অনুষ্ঠানে আমাদের দেশের কিংবদন্তী শিল্পীদের গান গাওয়াটাও সহজ কোনো বিষয় নয়। কারণ গানের ভুল ত্রুি টধরার জন্যও কিছু শ্রোতা-শিল্পী বিশেষভাবে সজাগও থাকেন। সেদিক বিবেচনায় সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি তিন্নি বেশ ভালো গেয়েছেন, এমন অভিমত সবারই। গানটি লিখেছেন মুস্তাফিজুর রহমান, সুর করেছেন সত্য সাহা। ‘আলোর মিছিল’ সিনেমাতে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক, ববতিা’সহ আরো অনেকে।
আরও পড়ুনতিন্নি বলেন,‘ অনেক আগেই আমি শ্রদ্ধেয় পরিচালক মিতা পরিচালিত আলোর মিছিল সিনেমাটি দেখেছি। এতে নায়ক রাজ রাজ্জাক, সুজাতা, খলিল, ফারুক, ববিতা’সহ আরো অনেক শ্রদ্ধেয় কিংবদন্তী শিল্পীরা অভিনয় করেছিলেন। মূলত এই সিনেমাগুলো দেখার ক্ষেত্রে আমার আব্বুই আমাকে অনুপ্রেরণা দিতেন সবসময়। এখনো তিনি বলেন আমাদের সোনালী যুগের সিনেমাগুলো দেখা উচিত। কারণ সেইসব সিনেমার গানইতো প্রায়ই আমি গাই। যে কারণে সিনেমা দেখা থাকলে প্রেক্ষাপটটা বুঝে গানটা দরদ দিয়ে আবেগ দিয়ে গাওয়া যায়। আমিও সেই আবেগ দিয়ে দরদ দিয়েই এই পৃথিবীর পরে গানটি গেয়েছে। ইনফ্যাক্ট সবগুলো গানের ক্ষেত্রেই তা করেছি আমি। আশা করছি আগামীতেও এমন দরদ দিয়ে ভালোবাসা দিয়ে গান গাইবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো ভালো গান গাইতে পারি আরো ভালোভাবে।’
মন্তব্য করুন