যমুনার সেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সারিয়াকান্দির ইউএনও

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়া পত্রিকায় সংবাদ প্রকাশের পর যমুনা নদীর ভাঙন কবলিত সেই এলাকা পরিদর্শন করেছেন সারিয়াকান্দি উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার আতিকুর রহমান। এ সময় তিনি, নদী ভাঙনের শিকার এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) দৈনিক করতোয়ায় ‘সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন, হুমকিতে গুচ্চগ্রাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ বেশকিছু শুকনা খাবার বিতরণ করেন।
পরে নদী ভাঙন কবলিত এলাকাবাসীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মো. মেহেদী হাসান আলো, উপ-সহকারী প্রকৌশলী (পিআইও) জাহিদুর রহমান প্রমুখ। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা ইউএনওকে কাছে পেয়ে নিজেদের কষ্টের কথা জানান এবং নদীভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবি জানান।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের কথা জানতে পেরে আপনাদের কাছে এসেছি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে। এছাড়া নদী ভাঙনের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। নদী ভাঙন রোধে জরুরিভিত্তিতে কাজ শুরু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। আশা করছি, এখানে কিছু জরুরি কাজ করা হবে।
মন্তব্য করুন