ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানের পাঁচজনই মারা গেলেন

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানের পাঁচজনই মারা গেলেন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানের ঘটনায় বেঁচে থাকা আনসার সদস্য খোট্টাপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৩০) অবশেষে মারা গেলেন। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রঞ্জুর মৃত্যুর মধ্য দিয়ে বিষাক্ত মদপানের ঘটনায় সম্পৃক্ত পাঁচজনই মারা গেলেন। তারা সকলেই খোট্টাপাড়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ২ অক্টোবর দুর্গাপূজার শেষ দিন সন্ধ্যায় উপজেলার খোট্টাপাড়া গ্রামে পাঁচ বন্ধু মিলে এক সাথে মদপান করে বাড়িতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ৩ অক্টোবর দুপুরে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ওই দিনই মৃত মাহবুবুর রহমান মন্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (৫০) নামের একজনের মৃত্যু হয়।

এরপর ৯ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে আব্দুল হান্নান সোনারের ছেলে নাছিদুল (২৭), ১০ অক্টোবর দুপুর ১২টার দিকে সুলতান মাহমুদের ছেলে মানিক আকন্দ (৩০), বিকেল ৫টার দিকে আবু বক্করের ছেলে আব্দুল্লাহ হেল কাফি (৩০) মারা যান। চিকিৎসকরা জানান, বিষাক্ত ও মাত্রারিক্ত মদপানের (এ্যালকোহল ইনটক্সিকেশন) কারণে তাদের কিডনি বিকল হয়ে গিয়েছিল। শত চেষ্টাতেও বাঁচানো যায়নি তাদের।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজার শেষ দিন সন্ধ্যায় বিষাক্ত মদপানে পাঁচ বন্ধু অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসাধীন অবস্থায় একের পর এক পাঁচজনই মারা যান। মৃত্যুর ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানের পাঁচজনই মারা গেলেন

নারায়ণগঞ্জে হাসপাতালে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্য আটক

মেদ ঝরাতে সাইকেল চালান

বৃহত্তর কুমিল্লা সমিতির মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি

বগুড়ার ধুনটে ভুটান সরকারের বাড়ি অতিথি পাখিদের ভালোবাসার ঠিকানা