ভিডিও সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি

ছবি : সংগৃহীত,ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি

অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যান আলি বাংলাদেশ সফরে আসছেন। চলতি সপ্তাহে তিনি বাংলাদেশ ও ভারত সফর করবেন।

সোমবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অ্যান আলি বলেন, আমি ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরো গভীর করার জন্য এই সপ্তাহে বাংলাদেশ ও ভারত সফর করব।


বাংলাদেশে আমি অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন অংশীদারি পরিকল্পনা ২০২৫-২০৩০ চালু করার মাধ্যমে আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতা তুলে ধরব। তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে উত্তরণকে স্বাগত জানায়। এই প্রচেষ্টাগুলোকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোও পরিদর্শন করব, যেখানে বাংলাদেশ ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়।

আরও পড়ুন


এটি আমাদের অঞ্চলের সবচেয়ে বড় এবং জটিল মানবিক সংকট। অস্ট্রেলিয়া আগামী তিন বছরে মায়ানমার এবং বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তার জন্য আরো ৩৭০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে ২০১৭ সাল থেকে আমাদের মোট প্রতিশ্রুতি ১.২৬ বিলিয়ন ডলারেরও বেশি পৌঁছেছে।

বাংলাদেশ সফর শেষে ড. আলি ভারত যাবেন, যেখানে তিনি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং অস্ট্রেলিয়া-ভারত জনগণের সংযোগ আরো মজবুত করার ওপর গুরুত্ব দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর কুমিল্লা সমিতির মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি

বগুড়ার ধুনটে ভুটান সরকারের বাড়ি অতিথি পাখিদের ভালোবাসার ঠিকানা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে  “আইএনজিওতে ক্যারিয়ারের সুযোগ ও প্রস্তুতি“  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক হলেন ভারতের সূর্যবংশী

দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা