বগুড়ার আদমদীঘিতে বিষপানে বৃদ্ধের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে আশরাফ আলী সরদার (৮৪) নামের এক বৃদ্ধ বিষ পানে মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফ আলী সরদার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া সরদারপাড়ার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ আশরাফ আলী কয়েক বছর যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে তার এক ছেলের বাসায় বিষ পান করেন তিনি। এসময় নাতি ও পুত্রবধূ জানতে পেরে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান। এ ঘটনায় বগুড়ায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন