ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লাপাতা লেডিসের জয়জয়কার

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লাপাতা লেডিসের জয়জয়কার, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভারতের আহমেদাবাদে বসে এবারের আসর। এবার সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। মোট ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনিশ পাল। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) ও কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে আলিয়া ভাটের হাতে তার ‘জিগরা’ ছবির জন্য। সমালোচক নির্বাচিত বিভাগে (ক্রিটিকস অ্যাওয়ার্ড) সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও (‘শ্রীকান্ত’), আর সেরা অভিনেত্রী হয়েছেন প্রতিভা রান্তা (‘লাপাতা লেডিস’)।

এছাড়াও ‘লাপাতা লেডিস’-এর হয়ে আরও পুরস্কার পেয়েছেন রবি কিষাণ (পার্শ্ব অভিনেতা), ছায়া কদম (পার্শ্ব অভিনেত্রী), রাম সম্পাত (মিউজিক অ্যালবাম ও ব্যাকগ্রাউন্ড স্কোর), স্নেহা দেশাই (সংলাপ), এবং দর্শন জালান (পোশাক ডিজাইন)। ছবিটির জন্য কিরণ রাও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কারও। নতুন মুখদের মধ্যে সেরা অভিনেত্রী (ডেবিউ) হয়েছেন নিতাংশি গোয়েল (‘লাপাতা লেডিস’), আর সেরা অভিনেতা (ডেবিউ) লক্ষ্য (‘কিল’)।

আরও পড়ুন

এছাড়া জিনাত আমান ও শ্যাম বেনেগাল পেয়েছেন আজীবন সম্মাননা-‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। আর আর. ডি. বর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ সংগীতশিল্পী অচিন্ত্য ঠাক্কার-‘জিগরা’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

কাবরেরার বিদায় এবং হামজাকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ আমিনুলের

ইসরাইল গাজার চুক্তি মানবে-এটা বিশ্বাস করে না ইরান