ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর ৪ দিন পর ছেলের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর ৪ দিন পর ছেলের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাবা মায়ের মৃত্যুর ৪ দিন পর আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ছেলে মাসুদ রানার। এ নিয়ে দুর্ঘটনায় মাসুদ রানাসহ(৩০) নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। রানা উপজেলার কালিকাপুর গ্রামের একই দুর্ঘটনায় নিহত আনসার আলী(৬০) ও মনোয়ারা খাতুন(৫০) দম্পতির ছেলে।

জানা যায়, গত সোমবার দুপুরে দুর্ঘটনাস্থলেই নিহত হন রানার বাবা আনসার আলীসহ ৩ জন। পরে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মা মনোয়ারা খাতুন। রানার বাবা আনসার আলী উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে অফিস সহায়ক ছিলেন।

এ ঘটনায় নিহত আনসার আলীকে গত সোমবার রাত ৯টায় ও তার স্ত্রী মনোয়ারা খাতুনকে গত মঙ্গলবার সকাল ১০টায় কালিকাপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে, নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি মোড় এলাকায় গত সোমবার বেলা ২টায় দুর্ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

তবে অটোরিকশায় থাকা ছোট ছেলে রাসেল(২৩) আশঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন লালপুর উপজেলার ধলা গ্রামের মৃত ইয়াদ আলী সরকারের ছেলে অটোরিকশা চালক মুনসুর আলী(৬২) ও মো. নওফেল উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র নয়ন হোসেন(১৯)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান