বগুড়ায় র্যাব’র পৃথক অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়া সদর ও শাজাহানপুরে পৃথক মাদকবিরোধি অভিযান চালিয়ে ৬২ লিটার দেশিয় মদ ও ২৩ কেজি ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের ১নং রেলঘুমটির পাশে নাসিমা সেনেটারি দোকানের সামনে ও শাজাহানপুর উপজেলার সাজাপুর টিএমএসএস’র ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের ১নং রেলঘুমটির পাশে নাসিমা সেনেটারি দোকানের সামনে মাদকবিরোধি অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন মাদককারবারিকে গ্রেফতারসহ ৬২.৭ লিটার দেশিয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-শহরের চকসূত্রাপুর হরিজন কলোনি এলাকার মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন (৩৫), বারুদ হরিজন (২৫), সারিয়াকান্দির হাটশেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহমুদ (২৬)।
এসময় মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত একটি লাল-কালো রংয়ের স্কুটি (বগুড়া-হ-১৮-২৬৪৭) একটি স্মার্ট মোবাইল, তিনটি বাটন মোবাইল, চারটি সিম ও ১১ হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়। আজ শনিবার (১১ অক্টোবর) র্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল শাজাহানপুর উপজেলার সাজাপুর টিএমএসএস সিএনজি পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে ২৩ কেজি ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ একটি পিকআপ জব্দ ও দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনগ্রেফতারকৃতরা হলো-ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আনারপুর এলাকার নজরুল ইসলামের ছেলে রিপন (২৫), একই উপজেলার শাহাপুর এলাকার লোকমানের ছেলে ইয়াছিন (২৩)। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন