নওগাঁর রাণীনগরে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সবুজ (৪০) নামে এক মাদকসেবীকে বিনাশ্রমে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল গ্রামে এক বাড়িতে মাদক সেবন করছে এমন খবর পেয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতে নাতে আটক করেন এবং ৪মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুনএরপর থানা পুলিশের মাধ্যমে আটককৃত সবুজকে জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃত সবুজ কুজাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। সে দীর্ঘ দিন ধরে মাদক সেবন করার কারণে তার পিতা-মাতাকে মারধরসহ খারাপ আচরণ করতো।
মন্তব্য করুন