আমনের বাম্পার ফলন নিয়ে আশাবাদী ঘোড়াঘাটের কৃষক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি আমন মৌসুমে ধান চাষে বাম্পার ফলন নিয়ে আশাবাদী স্থানীয় কৃষকরা। কৃষি অফিস জানিয়েছে, এবার ঘোড়াঘাটে ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন হলে চলতি মৌসুমে ঘোড়াঘাটে প্রায় ৫৮ হাজার ৪১০ মেট্রিক টন আমন ধান উৎপাদিত হতে পারে। যা চালের হিসেবে ৩৮ হাজার ৯৪০ মেট্রিক টন। এবার চাষকৃত আমন ধানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বিআর-১১, ব্রিধান-৩৪, ব্রিধান-৪৯, ব্রিধান-৫২, ব্রিধান-৭৫, ব্রিধান-৮৭, বিনা ধান ৭, ১৭, ১৫ সহ হাইব্রিড জাতের ধানী গোল্ড, তেজ, এজেন্ট ৭০০৬, ব্রি হাইব্রিড-৬, ব্র্যাক, ইস্পাহানী-১।
এছাড়াও স্থানীয় জাত শাইল, কাটারিভোগ, কালিজিরা প্রভৃতি চাষ হয়েছে। এছাড়া কোথাও কোথাও কৃষকরা তাদের নিজস্ব সংরক্ষিত বীজ থেকেও চারা তৈরি করে আবাদ করছেন। উপজেলার উত্তর দেবীপুর গ্রামের কৃষক আব্দুল লতিফ বলেন, এবার ১০ বিঘা জমিতে বিআর-১১ ধান লাগিয়েছেন। সময়মতো জমিও প্রস্তুত করেছেন। আবহাওয়া ভালো থাকায় ধানের বৃদ্ধি ভালো হচ্ছে।
আরও পড়ুনকৃষ্ণরামপুর গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের কার্যকর উদ্যোগে এ মৌসুমে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান জানান, আমন মৌসুমে উপজেলায় ১১ হাজার ৫০৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে অধিকাংশ জমিতে চারা রোপণ শেষ হয়েছে এবং ধান গাছে থোড় আসতে শুরু করেছে। কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, সার ও পরামর্শ সরবরাহ করা হয়েছে। কীটনাশক ব্যবস্থাপনাও সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে।
মন্তব্য করুন