আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল
_original_1760193743.jpg)
ব্রাজিলের ফুটবলে যেন নতুন প্রাণ ফিরিয়েছেন কার্লো আনচেলত্তি। এক সময় যে দল হারতে হারতে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল, সেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন আবার জয়ের পথে ফিরছে। মাঠে দেখা যাচ্ছে হারিয়ে যাওয়া সেই ছন্দময় ও আগ্রাসী ব্রাজিলিয়ান ফুটবল।
গত মে মাসে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। চার মাসের যাত্রায় এই ইতালিয়ান কোচের অধীনে দারুণ পারফরম্যান্সে খুশি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাই আনচেলত্তিকে আরও দীর্ঘ সময়ের জন্য রেখে দিতে চাইছে তারা।
‘গ্লোবো’-এর বরাত দিয়ে বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে একটি প্রস্তাব পেতে যাচ্ছেন।
৬৬ বছর বয়সী আনচেলত্তি এতদিন ক্লাব ফুটবলেই কোচিং করিয়েছেন। ইউরোপিয়ান ফুটবলে সাফল্যের খাতাটা তার কম লম্বা নয়। একমাত্র কোচ হিসেবে ৫টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। তিনি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এরইমধ্যে ইতিবাচক পরিবতর্নের আভাসও মিলেছে।
আরও পড়ুনগতকালই তার শিষ্যরা দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। আনচেলত্তির অধীনে ৪ ম্যাচের ব্রাজিলের জয় ২টি, একটি ড্র ও একটি হার। গত মাসে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্রাজিলে দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে তার কোনো আপত্তি নেই।
তার ভাষায়, 'ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, তাহলে ২০২৬ বিশ্বকাপের পরও আমি চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।'
২০০২ সালের পর থেকে বিশ্বকাপে সাফল্য ধরা দিচ্ছে না ব্রাজিলকে। তাদের পথ দেখাতে দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। সবকিছু ঠিকঠাক চললে, ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের ডাগআউটে দেখা যেতে পারে এই মাষ্টারমাইন্ডকে।
মন্তব্য করুন