সিরাজগঞ্জের সেই ভিক্ষুকের কাছে মিললো আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় কওমি জুট মিলের এক কোণের বারান্দায় বসবাস করেন সালেয়া বেগম (৬৫)। অনেকে তাকে ‘সালে পাগল’ নামেই চেনেন। প্রতিদিন সকালে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হন, বিকেলে ফিরে আসেন নীরবে। সম্প্রতি তার ভিক্ষা করে জমানো টাকা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার তার কাছে দুই বস্তা টাকা পাওয়ার পর গতকাল শনিবার সকালে তার কাছ থেকে এলাকাবাসী আরও এক বস্তা টাকা উদ্ধার করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুনে দেখা যায়, এই বস্তাটিতে রয়েছে ৪৭ হাজার ৮২৬ টাকা।
আরও পড়ুনএর আগে ৯ অক্টোবর সকালে সালেয়া বেগমের দুই বস্তা থেকে মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে তার তিন বস্তা থেকে উদ্ধার হওয়া ব্যবহারযোগ্য টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, মা একা থাকতে চাইতেন। আমরা জানতামই না, তিনি এত টাকা জমিয়েছেন। এখন মা অসুস্থ। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।
মন্তব্য করুন