বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির টানা তারের সাথে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক খুঁটির টানা তারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত যুবক ফাহিমের (২২) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগীর পাগলাপাড় গ্রামের আজিজার রহমান খোকার একমাত্র ছেলে।
জানা যায়, গুজিয়া টু বড়াইল রোডে মেদিনীপাড়ার হোমিও চিকিৎসক লুৎফরের বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটির একটি টানা তার রাস্তার মাঝখানে হওয়ায় গত বৃহস্পতিবার রাতের বেলা মোটরসাইকেলযোগে যাওয়ার সময় টানার সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহিম।
আরও পড়ুনস্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন